নয়া বিশ্বকাপের অভিষেক হচ্ছে বাংলাদেশে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ‘আইসিসি’ ক্রিকেটে নতুন কয়েকটি নিয়ম সংযোজন করেছে। দুবাইয়ে সদ্য সমাপ্ত হওয়া আইসিসি সভায় এ সিদ্ধান্ত গুলো আসে। যেখানে ফিরিয়ে দেওয়া হয়েছে জিম্বাবুয়ে ও নেপাল ক্রিকেটের নিষেধাজ্ঞা। তারা ফিরে পেয়েছে পুনরায় আইসিসির সদস্য পদ। তাছাড়া ক্রিকেটে সুপার ওভারে টাই হলে সুপার ওভার হবে, সুপার ওভারে রানে এগিয়ে থেকে জয় লাভ করতে হবে।

প্রথম বারের মতো আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে সভায়। যেখানে প্রথম বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ কে বেচে নিয়েছে। নারী ক্রিকেটে মুগ্ধ আইসিসি, দর্শকদের ভরপুরে মাঠ পরিপূর্ণ থাকে। যার ফলে আইসিসি নতুন ইভেন্ট করতে যাচ্ছে।

পুরুষদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হলে ও এত দিন নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি। নারীরা ইতিমধ্যে পুরুষদের ন্যায় টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ খেলতেছে। ক্রিকেটে পুরুষদের থেকে পিছিয়ে নেই এখন নারী ক্রিকেট। তাই আইসিসি ও চাচ্ছে নারীদের জন্য সব বয়সভিত্তিক বিশ্বকাপ আয়োজন করতে।

আইসিসি সভায় সিদ্ধান্ত আসে প্রথম বারের মতো নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২১ সালে অনুষ্ঠিত হবে। তবে বিশ্বকাপের এ আসরি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আর প্রথম বিশ্বকাপে প্রথম আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ ই থাকচ্ছে। যা বাংলাদেশ ক্রিকেটের জন্য সৌভাগ্য ও বড় পাওয়া।

বাংলাদেশে সর্বশেষ বৈশ্বিক আসর বসে ২০১৬ সালে পুরুষদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তার আগে ও পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪ সালে ও ২০১১ সালে আইসিসির ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজক বাংলাদেশ ছিলো। তবে এবার ই প্রথম একক ভাবে বৈশ্বিক আসর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »