https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
এবারের বিশ্বকাপে ক্রিস গেইলের আউটের কথা মনে আছে তো? অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ক্রিস গেইলকে আম্পায়াররা দুইবার আউট দিয়েছিলেন। দুইবারই রিভিউ নিয়ে বাঁচেন এই ব্যাটসম্যান। কিন্তু তৃতীয়বার আর শেষ রক্ষা হয়নি। যদিও রান আউট হয়েছিলেন গেইল কিন্তু আউট হবার আগের বলুটি ছিল নো বল! ফলে সেখানে ফ্রি হিটের সুযোগ ছিল গেইলের। তাই আউট হবার সম্ভাবনাও ছিল কম।
শুধু তাই নয় ভারতের ঘরোয়া ক্রিকেটের আসরেও এমন ঘটনা ঘটেছে একাধিকবার। আর তাই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছে নো বলের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করার জন্য।
এবারই অবশ্য নতুন নয় এর আগেও একবার পরিক্ষামূলকভাবে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল ঘরোয়া ক্রিকেটে। তবে এই প্রযুক্তি ব্যাবহার ব্যয় সাপেক্ষ হওয়ায় তা বাতিল করা হয়েছে।
ভারতীয় বোর্ডের পক্ষ থেকে আইসিসির বার্ষিক সভার ফের এই আবেদন জানানো হলে অনুমতি দেয়া হয় এই প্রযুক্তি ব্যবহারের। তবে এখনই আন্তর্জাতি ক ক্রিকেটে আসছে না এই প্রযুক্তি।