নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথমবারের মতো ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ আয়োজন করতে যাচ্ছে নেদারল্যান্ডস। এ ওয়ানডে সিরিজিটি ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী বছরের ৪ জুলাই থেকে শুরু হবে পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যা শেষ হবে ৯ জুলাই।
এখন পর্যন্ত পাকিস্তান ও নেদারল্যান্ডস পরস্পর পরস্পরের মধ্যে ৩টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ৩টি তেই জয় পেয়েছে পাকিস্তান। যদিও এবারই প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে এ দুই দল।
পাকিস্তান- নেদারল্যান্ডসের এ সিরিজটি নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ সময় পিসিবি জানিয়েছেন, “নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আমাদের। যা অনেকদিন আগে থেকেই বিদ্যমান। আমরা মনে করি, এমন দলগুলোকে টেস্ট খেলুড়ে দলের সঙ্গে সিরিজ খেলার সুযোগ করে দেওয়া প্রয়োজন। এমনটা হলে, নেদারল্যান্ডসের মতো ছোট সারির দলগুলো দ্রুত উন্নতি করতে পারবে।”
প্রসঙ্গত, নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে, আয়ারল্যান্ড সফরে যাবে পাকিস্তান। সেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। আর এই টি-টোয়েন্টি সিরিজ সমাপ্তির পরে ইংল্যান্ডে পাড়ি জমাবে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নের ম্যাচ শুরু করবে তারা।