সাজিদা জেসমিন »
বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে। দুটো টেস্টের বাজে ভাবে হেরেছে দল। ভারতের সাথে সিরিজের আগে কোন প্রস্তুতি ম্যাচের সুযোগ পায়নি টাইগাররা।
আসন্ন পাকিস্তান সিরিজেও অনুরূপ ঘটতে যাচ্ছে। প্রস্তুতি ম্যাচ না খেলেই পাকিস্তানের সাথে টেস্টে মুখোমুখি হতে হবে বাংলাদেশ দলকে। আর এভাবে মাঠে খেলতে নামা কে আদর্শ ভাবেন নাহ ডোমিঙ্গো। এজন্য আক্ষেপ ঝড়লো তার মুখে।
তিনি বলেন – ‘এটি আদর্শ হতে পারে না। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে টেস্ট ম্যাচের অন্তত সাত-আট দিন আগে সফরে যাওয়া উচিত। প্রস্তুতি ম্যাচ খেলা এবং দুইদিন অনুশীলনের সুযোগ পাওয়া উচিত। মূলত, এটিই আদর্শ টেস্ট।’
আগামী ৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলার লক্ষ্যে রাতে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সম্ভাব্য আগামী বুধবার সকালে তারা পাকিস্তানে পৌঁছাবে। তারপর বৃহস্পতিবার অনুশীলন করে শুক্রবার টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু এটিকে টেস্ট ম্যাচের প্রস্তুতি মানতেই নারাজ ডোমিঙ্গো।
টাইগার কোচের ভাষ্যমতে- ‘পাকিস্তানে পৌঁছে অল্প অনুশীলন করেই টেস্ট ম্যাচের লড়াইয়ে নামতে হবে। আমরা আগামী বুধবার সকালবেলা পাকিস্তানে পৌঁছাবো, বৃহস্পতিবার অনুশীলন হবে, শুক্রবারে ম্যাচ। এটি আসলে ভালো প্রস্তুতি হতে পারে না।’