নিউজ ডেস্ক »
বেশ কয়েকদিন ধরে উত্তাপ ছড়াচ্ছে দেশের ক্রিকেট। মাঠের ক্রিকেটে নয়, উত্তাপ ছড়াচ্ছে মাঠের বাইরের ইস্যুগুলো। বিশ্বকাপে তামিম ইকবালের না থাকা নিয়েই শুরু হয় সমালোচনার। তারপর নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় বেশ তার সাথে ঘটে যাওয়া বেশ কিছু বিষয় সামনে আনেন। ঐদিন রাতেই আবার একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আরো বোমা ফাটান অধিনায়ক সাকিব আল হাসান। এ ইস্যুতে কথা বলেছেন সাবেক দুই অধিনায়ক মাশরাফি মর্তুজা ও মোঃ আশরাফুলও। এত কিছুর পরেও নীরব ভূমিকায় বিসিবি।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেট হারানোর পর জাতীয় দলের নির্বাচক ও সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাকের রহস্যময়ী একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে শুরু হয়েছে আলোচনা। নিজের ব্যক্তিগত আইডিতে আব্দুর রাজ্জাক রাজ লেখেন, ‘ভাগ্গিস টেন্ডুলকার, লারা, পন্টিং, কোহলি, ধোনিদের মানের প্লেয়ার আমাদের দেশে জন্ম হয় নাই। তাহলে কি হতো তা চিন্তাতেও আনতে পারছি না। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন।’
রাজ্জাকের এমন পোস্টে আবার সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা কমেন্ট করে জানতে চেয়েছেন, ‘এটা কেন লিখলি?’। তবে মাশরাফির কমেন্টের কোন উত্তর দেননি রাজ্জাক।
রাজ্জাক তার পোস্টের মাধ্যমে তামিম ইকবালকে খোঁচা দিয়েছেন কিনা এখন সেই প্রশ্ন উঠেছে। কিন্তু বাংলাদেশের নির্বাচকের পোস্ট যে বর্তমান সময়ের ঘটনার প্রেক্ষিতেই দেয়া তা এক প্রকার নিশ্চিত হয়েই বলা সম্ভব।