নিউজ ডেস্ক »
বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্দিষ্ট ক্রিকেট সূচি করার দাবী জাতীয় দলের লেগ স্পিনার রুমানা আহমেদের। নির্দিষ্ট সূচি না থাকায় কোন একটা সিরিজের উদ্দেশ্যে আলাদা ভাবে ক্রিকেটাররা প্রস্তুতি নেওয়ারও সুযোগ পান না বলে জানান এই লেগী।
বুধবার (৬’ই মে) জনপ্রিয় অনলাইন পোর্টাল ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান রুমানা আহমেদ। এসময় সাংবাদিককের এক প্রশ্নের জবাবে রুমানা জানান,’ আমরা নিয়মিত আন্তর্জাতিক ম্যাচগুলি পাচ্ছি না এবং আমাদের খুব বেশি ঘরোয়া ক্রিকেটও নেই। এটা আমাদের জন্য সত্যই গুরুত্বপূর্ণ। কারণ, আমাদের নির্দিষ্ট সময়সূচি নেই। অনিশ্চয়তা রয়েছে, কারণ আমরা কখন খেলব তা নিশ্চিত নয়। খেলোয়াড়রা শেষ পর্যন্ত খেলার লক্ষ্যে অনুশীলন করে তবে এই অনিশ্চয়তার কারণে আমরা অনেক খেলোয়াড়কে হারাচ্ছি।’
এ সময় পুরুষদের মত তেমন সুযোগ সুবিধা না পাওয়ায় তেমন খেলোয়াড় বের হচ্ছেনা বলে মনে করেন রুমানা আহমেদ। গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মত পরিবেশে ভালো করতে প্রয়োজনীয় পেসার ছিলো না বাংলাদেশ দলে। এক জাহানারা ব্যাতিত ভালো মানের পেসার নেই দলে। তবে পুরুষদের মত পেসার হান্ট বা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে মানসম্মত পেসার বের করা সম্ভব বলেও জানান রুমানা। রুমানা বলেন,’আমরা মাঝে মাঝে এটি নিয়ে আলোচনা করি যে জাহানারা ব্যতীত মানসম্মত পেস বোলার নেই। বিসিবি যদি পুরুষদের (ফাস্ট বোলার হান্ট) মত উদ্যোগ গ্রহণ করতো তাহলে ভালো হতো। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে আমাদের পেস বোলার দরকার ছিল। পান্না (পান্না ঘোষ) ছিলেন কিন্তু তার গতিটা এখন ধীর হয়ে গেছে৷’
বাংলাদেশ সময়: ২:০০ পিএম
নিউজক্রিকেট/কেএমএইচ