https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরেছে টাইগাররা। বাংলাদেশ সময় দুপুর ১টা ৫৫ মিনিটে বাংলাদেশ দল বহনকারী শ্রীলঙ্কার একটি বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
এদিকে শ্রীলঙ্কার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে বাংলাদেশ দল ও কোচিং স্টাফের সদস্যরা সবাই দেশের উদ্দেশে বিমানে চেপে বসলে বিমান ছাড়তে কাল ক্ষেপণ হয়। একটু পর জানা যায় বিমানে ত্রুটি রয়েছে। ফলে সেই ত্রুটি নিয়ে বিমান আকাশে উড়লে ঘটতে পারতো বড় ধরণের দুর্ঘটনা।
বিমান কর্তৃপক্ষ সাথে সাথে সবাইকে বিমাল ত্যাগ করতে নির্দেশ দিলে সকল যাত্রী নেমে যায়। তাই টাইগারদের দেশে আসতে কিছুটা বেশি সময় লেগেছে।
উল্লেখ্য, নিজেদের বিশ্বকাপ মিশন শেষে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গেলে সেখানে তামিম ইকবালের নেতৃত্বাধীন দল সিরিজের সব কয়টি ম্যাচই হেরে হোয়াইটওয়াশ হয়েছে।