নিরাপত্তা দিবেনা মুম্বাই পুলিশ, ভেন্যু পরিবর্তন!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারত সফর শেষে বাংলাদেশ দল যখন ব্যাক্তিগত ভাবে ছুটি কাটাচ্ছেন বা কেউ কেউ করছেন ঐচ্ছিক অনুশীলন তখন ভারত প্রস্তুত তাদের পরবর্তী সিরিজে খেলার জন্য। এই নিয়ে টানা ৩টি সিরিজ খেলছে ভারত। সামনেও রয়েছে ব্যস্ত সূচি।

আগামী ৬’ই ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে টি২০ ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ছিলো ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিপক্ষীয় সিরিজ। তবে এরই মধ্যে হঠাৎই নিরাপত্তা দিতে পারবেনা বলে জানিয়েছেন মুম্বাই পুলিশ।

নিরাপত্তা না দিতে পারার যথাযথ কারন জানিয়ে একটি চিঠি দিয়েছেন মুম্বাই ক্রিকেট এসোসিয়েশন (এমসিএ) কে। কারন হিসেবে জানানো হয়, আগামী ৬’ই ডিসেম্বর মুম্বাইয়ের প্রখ্যাত বাবা সাহেব আম্বেকারের মৃত্যুবার্ষিকীতে তার ভক্তরা ‘মহা পরিনির্বান’ দিবস পালন করেন। মুম্বাই পুলিশের এক বড় একটা অংশ সেখানে নিরাপত্তা দিবে। তাই স্টেডিয়ামে নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানায়৷

মুম্বাই ক্রিকেট এসোসিয়েশন (এমসিএ) ও তাদের কথা রেখে ভেন্যু পরিবর্তন করেন। তাই ১ম টি২০ ম্যাচটি হায়দারাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হয়। তবে ১১’ই ডিসেম্বর সিরিজের তৃতীয় টি২০ ম্যাচটি মুম্বাইযের ওয়াংখেরে স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে বলে জানায় তারা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »