https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ট্রেন্ট ব্রিজে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অজিদের বিপক্ষে হারের মুখ দেখেছে উইন্ডিজ। অ্যারোন ফিঞ্চের দলের কাছে ক্যারিবিয়ানদের হার ১৫ রানে।
অজিদের দেয়া ২৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় মাত্র ৭ রানে বিদায় নেন ক্যারিবিয়ান ওপেনার এভিন লুইস। ইনিংসের পঞ্চম ওভারে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ব্যক্তিগত ২১ রানে ফিরে যান আরেক বিধ্বংসী ওপেনার ক্রিস গেইলও। তৃতীয় উইকেট জুটিতে এসে প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে শাই হোপ এবং নিকোলাস পুরান মিলে গড়েন ৬৮ রানের জুটি। জাম্পার বলে অ্যারোন ফিঞ্চের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৪০ রানে পুরান ফিরে গেলে এই জুটি বিচ্ছিন্ন হয়। এরপর খুব বেশি সময় স্থায়ী হতে পারেননি হোপও। হোপের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৬৮ রান। শেষের দিকে জেসন হোল্ডারের ৫১ রান করলেও নিচের সারির বাকি ব্যাটসম্যানরা ছিলেন ব্যর্থ। ফলে ইনিংসের সব কয়টি ওভার ব্যাট করে অজিদের বোলিংয়ের কাছে সব উইকেট বিলিয়ে দিয়ে ক্যারিবিয়ানদের সংগ্রহ থামে ৯ উইকেট হারিয়ে ২৭৩ রানে।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া শুরুর দিকে পড়ে ব্যাটিং বিপর্যয়ে। ক্যারিবিয়ানদের গতির কাছে নাস্তানাবুদ হয়ে দলীয় মাত্র ৭৯ রানেই হারিয়ে বসে উপরের সারির ৫ ব্যাটসম্যানকে। তবে স্টিভেন স্মিথের ১০৩ বলে ৭৩, অ্যালেক্স ক্যারির ৪৫ এবং নাথান কোল্টার নেইলের ৬০ বলে ৯২ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ইনিংসের ১ ওভার বাকি থাকতেই সব কয়টি উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করে অজিরা।