https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ-ভারত ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। ইনিংসের রঙ তখনও কাঁচা। ব্যক্তিগত ৯ রানে ব্যাট করছিলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। মুস্তাফিজের করা বলে ক্যাচ তুলে দেন রোহিত। কিন্তু সেই ক্যাচ লুফে নিতে ব্যর্থ ছিলেন তামিম।
জীবন পেয়ে নিজেকে নিয়ে যান সেঞ্চুরির দুয়ারে। শুরুর দিকে রোহিতের উইকেট পড়েগেলে হয়তো রানের গতিটা কম থাকতো ভারতের। সেই সাথে বাংলাদেশ দলের সম্ভাবনাও উজ্জ্বল হত।
তামিম ইকবাল রোহিতের এই ক্যাচ ফেলে দেয়ার ব্যাপারে নিজেকে সৌভাগ্যবানই মনে করছেন এই ব্যাটসম্যান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত জানান, ‘আমি অবশ্যই সৌভাগ্যবান ছিলাম। এটাও সত্যি যে ভাগ্য সাহসীদের পক্ষে থাকে। মাঠের দৈর্ঘ্য ছোট বা বড় এটা ভাবিনি একবারের জন্যেও। আমার লক্ষ্য ছিল বল মাঠের বাইরে পাঠানো। একবার উইকেটে সেট হয়ে গেলে বোলারদের চাপে রাখাই মূল পরিকল্পনা থাকে।’
‘শুরু থেকেই একটা ভালো অনুভূতি ছিল আমার। পিচটা ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে খানিকটা সময় নিতে হয়েছে। আজকে রান তাড়া করার কোনো অবস্থা ছিল না তাই কাজটা করতে পেরেছি।’