নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ছবিতে দেখে মনে হচ্ছে ডানহাতি ব্যাটসম্যান থেকে বামহাতি ব্যাটসম্যান হওয়ার চেষ্টা করছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ছবিটা রূপক। হ্যাঁ! ছবিটা রূপক হলেও বাস্তবে আপকামিং শ্রীলঙ্কা সিরিজে বামহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপস্থিতিতে তার দায়িত্ব ভার অনেকটাই পড়ছে তরুন এই অলরাউন্ডারের উপর।
প্রতিভা আছে! জীবনের প্রথম ম্যাচ থেকেই দেখিয়েছেন মোসাদ্দেক। অভিষেকেই বল হাতে ১০ ওভারে ২ মেডেনসহ ৩০ রানের বিনিময়ে নেন ২ উইকেট। ব্যাট হাতে খেলেছিলেন অপরাজিত ৪৫ রানের ইনিংস।কিন্তু অভিষেকের উজ্জ্বল পারফরম্যান্স ধরে রাখতে পারেন নি।
জাতীয় দলে আসা যাওয়া দিয়ে খেলছেন প্রায় ৩ বছর। মাঝখানে চোখের সমস্যার কারণে দলের বাইরে ছিলেন অনেক সময়।গত ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ দলে সুযোগ মিললো দীর্ঘদিন পরে। সুযোগ খুব ভালভাবে কাজে লাগালেন। প্রথম ত্রিদেশীয় সিরিজ জয়ের নায়কও সে। সেদিনও ফাইনালে ছিলেন না সাকিব আল হাসান। তার অভাব বুঝতে দেন নি।
ফাইনালে জয়ের মুকুট পরে বীরের বেশে মাঠ ছেড়েছেন। ফাবিয়ান এ্যালেনকে বাউন্ডারি আছড়ে মারা টানা তিনছয় এখনো চোখে ভাসে! আবার বড় সুযোগ এসেছে নিজেকে প্রমাণ করার। শ্রীলংকা সিরিজে থাকছেন না ইনফর্ম ব্যাটসম্যান সাকিব আল হাসান ও লিটন কুমার দাস।
তাই ব্যাটিং, বোলিংয়ে বাড়তি দায়িত্ব নিতেই হচ্ছে তরুন মোসাদ্দেককে। বড় সুযোগ! সত্যি খুব বড় সুযোগ ওর জন্য। ক্রিকেট ক্যারিয়ারের মোড় ঘুরে যাবার মতো সুযোগ থাকছে এই সিরিজে। শুভ কামনা জানানোর পাশাপাশি মোসাদ্দেকের কাছে দাবী থাকবে কিছু করে দেখানোর।