নিজেকেই ছাড়িয়ে যেতে চান সাইফউদ্দিন

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ উইকেট নিয়েছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। বিশ্বকাপের মাঝপথেই ইনজুরি বাঁধ সাজে সাইফউদ্দিনের পিঠে। সেই চোট নিয়েই বিশ্বকাপে দেশের জার্সিতে নেমে পড়েন তিনি। শতভাগ সুস্থ না হলেও ডেথ ওভারে তার ইয়র্কার মুগ্ধ করেছে সবাইকে। তাছাড়া গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্যাট হাতে তার অপরাজিত পঞ্চাশোর্ধ রানের ইনিংস ইঙ্গিত দিয়েছে ভালো কিছুরই।

ইনজুরির কারণে লঙ্কা সফর মিস করা সাইফউদ্দিন বিশ্বকাপে নিজের পারফরম্যান্স নিয়ে সাংবাদিকদের সাথে আলাপ করেন। তিনি নিজের পারফরম্যান্স সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে জানান, ‘উইকেটের দিকে দেখলে আলহামদুলিল্লাহ্‌ ভালো ছিল। ইকোনোমিটা কিছুটা খারাপ ছিল। এক্সপেন্সিভ ছিলাম কিছুটা। ব্যাটিংয়ে যে কয়টা ম্যাচে সুযোগ পেয়েছি ভালো করেছি। তবে ভালোর কোনো শেষ নেই। আরও ভালো করা যায়। ছোট ছোট বিষয় নিয়ে কাজ করতে পারলে আরও ভালো করতে পারবো আশা করি।’

‘যেটা চলে গেছে সেটা নিয়ে আর ভাবি না। কোনো অভিজ্ঞতা থাকলে সেটা নেই। সামনে কি করবো সেটা ভাবি। এরছে ভালো কিভাবে করা যায়, নিজেকে কিভাবে ছাড়িয়ে যাওয়া যায় সেটা নিয়েই চিন্তা করি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »