নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অকল্যান্ডে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। কিউইদের ২৭ রানে হারিয়েছে অজিরা।
ইডেন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে অজি ব্যাটারদের ঝড়ো গতির ব্যাটিংয়ে ১০ দশমিক ৪ ওভারে ৪ উইকেটে ১১৮ রান তোলে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। ট্রাভিস হেড ৩৩, ম্যাথু শর্ট ২৭ ও ম্যাক্সওয়েল ২০ রান করেন। বৃষ্টিতে অস্ট্রেলিয়া আর ব্যাট করতে পারেনি।
১০ ওভারে ১২৬ রানের নতুন টার্গেটে ব্যাট করতে নেমে আর পেরে ওঠেনি নিউজিল্যান্ড। ৩ উইকেটে ৯৮ রানে থেমে যায় কিউইদের ইনিংস। গ্লেন ফিলিপস অপরাজিত ২৪ বলে ৪০ রান করেন।
নিউজক্রিকেট২৪/আরএ