নারী স্কুল ক্রিকেট আয়োজনের পরিকল্পনা বিসিবির!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ নারী ক্রিকেটকে আরো শক্তিশালী ও ধারাবাহিক করার লক্ষ্যে প্রথমবারের মতো নারী স্কুল ক্রিকেট আয়োজনের পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।প্রতি বছরের শুরুতে জানুয়ারি-ফেব্রুয়ারি এই সময়টায় স্কুল ভিত্তিক মেয়েদের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি।মূলত বছরের শেষের দিকে শিক্ষার্থীদের পরিক্ষার কথা বিবেচনা করেই বছরের শুরুতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।স্কুল নারী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি নারী উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী।

প্রতিটি বিভাগ হতে ৮ স্কুল চিহ্নিত করা হবে।নির্দিষ্ট একটি স্কুলের নামে দলের নামকরণ করা হলেও শক্তিশালী দল গঠনের জন্য ওই বিভাগের অধিনে অনন্য স্কুল হতেও ক্রিকেটার নিয়ে শক্তিশালী দল গঠন করা হবে।মূলত সমান শক্তির দল গঠন করে টুর্নামেন্টকে প্রতিযোগিতামূলক করার চেষ্টায় আছে কর্তৃপক্ষ।এছাড়া প্রতিটি দল অনুশীলনের জন্য পাবে স্থানীয়,জেলা ভিত্তিক ও বিভাগীয় কোচদের।এছাড়া
দলগুলোর ক্রিকেটারদের নিয়ে স্বল্পমেয়াদী ক্যাম্প করারও ইচ্ছে আছে বোর্ডের।

মূলত বয়সভিত্তিক ক্রিকেটকে আরো শক্তিশালী করতে এবং ভবিষ্যৎ জাতীয় দলের জন্য পাইপলাইন মজবুত করতে এই পরিকল্পনা বিসিবির।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »