নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি২০ বিশ্বকাপের বাছাইপর্বে টানা ২য় বারের মত চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্কটল্যান্ডের ডান্ডিতে বাছাইপর্বের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিলো প্রথমবারের মত ফাইনালে জায়গা করে নেয়া থাইল্যান্ড।
ফাইনালে টস জিতে দাপুটে শুরু করে বাংলার মেয়েরা। পাওয়ার প্লে’তে কোন উইকেট না হারিয়ে ৪০ রান যোগ করেন দুই ওপেনার সানজিদা ও মোর্শেদা। উদ্বোধনি জুটিতে এই দুজন স্কোর বোর্ডে যোগ করেন ৬৮ রান। ৩৪ বল খেলে ৪ বাউন্ডারিতে ৩৩ রানের এক কার্যকরী ইনিংস খেলে আউট হোন মোর্শেদা। কিন্তু মোর্শেদা ফিরে গেলেও উইকেটে থিতু হওয়া সানজিদা ৪৭ বলে নিজের অর্ধশত পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৬০ বলে ৭১ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন সানজিদা। তার ৭১ রানের ইনিংসে ছিল ৬ টি বাউন্ডারি আর ৩ টি ওভার বাউন্ডারি।
কিন্তু সানজিদা আর মোর্শেদা দিনে রান আসে নি নিগার, শায়লার ব্যাট থেকে। শেষ দিকে ব্যাটে ঝড় তুলতে ব্যর্থ হয়েছেন জাহানারাও। তবে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় বাংলাদেশ।
১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নাহিদার জোড়া আঘাতে শুরুতেই বিপর্যয়ে পড়ে থাই মেয়েরা। নিজের প্রথম স্পেলেই মাত্র ৪ রানের বিনিময়ে মূল্যবান ২ টি উইকেট নিয়ে থাইল্যান্ডের মেরুদন্ড ভেঙে দেন এই বাঁহাতি অর্থোডক্স। স্কোর বোর্ডে ২০ রান যোগ করতেই চার ব্যাটসম্যানকে হারালে এখানেই ম্যাচ থেকে ছিটকে যায় থাইল্যান্ড। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ৬০ রান করে তারা। ফলে ৭০ রানের এক বড় জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশের মেয়েরা।
আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরে অংশ নেবে মোট ১০ টি দল। ৮ টি দল সরাসরি অংশগ্রহণ করলেও বাছাইপর্ব খেলে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ ও থাইল্যান্ড।