নারী বিশ্বকাপে নিজেদের সেরাটা দিতে চাই  :রুমানা আহমেদ

এহসান ফারুকী »

অধিনায়ক সালমা খাতুনের নেতৃত্বে আগামী ২ ফেব্রুয়ারী অস্ট্রেলিয়ায় রওনা দিবে বাংলাদেশ নারী দল। ইতিমধ্যেই ক্রিকেট বোর্ড বিসিবি নারী বিশ্বকাপের দল ও ঘোষনা করেছে৷ হাঁটুর ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছে দলের অন্যতম সেরা খেলোয়াড় রুমানা।

এক সাক্ষাৎকারে রুমানা বলেন, ‘কিছুদিন আগেই আমি মেলবোর্নে গিয়েছি সেখান থেকে আমার অনেক কিছুই দেখা হয়েছে, শিখা হয়েছে। তাছাড়া সেখানকার পিচ কন্ডিশন কেমন এ ব্যাপারে ও ধারনা হয়েছে।’

তিনি আর ও বলেন, ‘সেখানে ব্যাটিং সহায়ক উইকেট ও রয়েছে৷ যদি আমাদের ব্যাটসম্যানরা ভালো করতে পারে তখন আমাদের বোলারদের জন্য সহজ হবে। আর আপনারা ও জানেন বিশ্বকাপে খেলা দলগুলো আমাদের চাইতে বেশ শক্তিশালী।তবে আমরা চেষ্টা করবো নিজেদের সেরাটা দেয়ার এবং সবটুকু দিয়ে ভালো করার চেষ্টা করবো। ‘

বাংলার নারী দল ২৪ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে পার্থে মুখোমুখি হবে ভারত নারী দলের বিপক্ষে। এরপর ২৭ ফেব্রুয়ারি নিজেদের ২য় ম্যাচে ক্যানবেরায় রুমানা- জাহানারাদের প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া। পরবর্তী দুই ম্যাচে মেলবোর্নে ২৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলার নারীরা, ২ মার্চের ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ নারী দল।

বাংলাদেশ নারী বিশ্বকাপ দল:

সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ অধিনায়ক), জাহানারা আলম, শামিমা সুলতানা, মুরশিদা খাতুন, আয়শা রহমান, নিগার সুলতানা, সানজিদা ইসলাম, খাদিজা তুল কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক, নাহিদা আখতান, ফাহিমা খাতুন, রিতু মণি, সাবানা মোস্তারি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »