নাগপুরে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়েছে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।

তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ দলে এসেছে এক পরিবর্তন। অলরাউন্ডার মোসাদ্দেক সৈকতের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিঠুন। আর ঐ দিকে ভারত দলেও এসেছে পরিবর্তন । ক্রুনালের জায়গায় ডাক পেয়েছেন মানিস পান্ডে।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে দিল্লির অরুণ জেটলিতে মুশফিকের দায়িত্বশীল ব্যাটিং ও আফিফ, বিপ্লবদের দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিক ভারতকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গিয়েছিলো সফরকারী বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মার ব্যাটিং তান্ডবে সিরিজে ঘুরে দাঁড়ায় স্বাগতিক ভারত এবং সিরিজে সমতায় ফিরে।

আজ সিরিজ নির্ধারণী ম্যাচে জয়ের মাধ্যমে সিরিজ জয়ের জন্য মুখিয়ে আছেন দুই দলই। আজকের ম্যাচটাকে তাই অঘোষিত ফাইনাল বলে ধরে নেওয়া হচ্ছে। একদিকে ভারত চাইবেন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে। অপরদিকে, বাংলাদেশ চাইবেন ম্যাচ জিতে প্রথমবারের মতো ভারতের মাটিতে ভারতকে হারিয়ে ইতিহাসের সাক্ষী হতে। পাশাপাশি আজ বাংলাদেশ ক্রিকেটের ঐতিহাসিক দিন হিসেবে বাংলাদেশ দল চাইবে সিরিজ জিতে আজকের দিনকে স্মরণীয় করে রাখতে।

আর ১৪ তারিখ থেকে ইন্দোরে শুরু হবে টেস্ট সিরিজ। দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ নভেম্বর কলকাতায়।

তৃতীয় টি-টোয়েন্টির জন্য দুই দলের একাদশ:

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, মোহাম্মদ নাইম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ মিঠুন শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।

ভারত একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ের, রিশাব পান্ত (উইকেটরক্ষক), মানিস পান্ডে, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দিপক চাহার ও খলীল আহমেদ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »