নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আফগানিস্তান ক্রিকেটের উত্থানের গল্পে যার অবদান অতুলনীয় তিনি মোহাম্মদ নবী। দেশকে টেস্ট স্ট্যাটাস এনে দেওয়ায় অসামান্য ভূমিকা রাখা এই অলরাউন্ডার ইতোমধ্যে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।
আগামী ২৭ নভেম্বর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। একমাত্র টেস্টে আফগানিস্তান দলে প্রথম বারের মতো ডাক পেয়েছেন হামজা হতাক ও নিজাত মাসুদ। ওয়ানডেতে নিজেদের সামর্থ্যের প্রমাণের ফলেই পেয়েছেন এই দুই ক্রিকেটার।
আফগানিস্তানের বোলিং ইউনিটে রশিদ খানের সাথে থাকবেন নাসির জামাল ও জহির খান। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ফলে নবীকে পাচ্ছে না আফগানিস্তান।
উল্লেখ্য, টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর তিন ম্যাচের দুই ম্যাচেই জয় পেয়েছে আফগানিস্তান। ভারতের বিপক্ষে অভিষেকে নাকানি চুবানি খেলেও সবশেষ বাংলাদেশের বিপক্ষে অসাধারণ জয় পেয়েছে আফগানিস্তান।
ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে আফগানিস্তান স্কোয়াড-
রশিদ খান (অধিনায়ক), আসঘর আফগান, ইহসানুল্লাহ জানাত, ইবরাহিম জাদরান, জাভেদ আহমাদী, রহমত শাহ্, করিম জানাত, কাইস আহমেদ, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), আফসার জাজাই, নাসির জামাল, জহির খান, ইয়ামিন আহমেদজাই, হামজা হতাক, নিজাত মাসুদ।