https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দলের পেস আক্রমণের অন্যতম ভরসার নাম মোস্তাফিজুর রহমান। ক্রিকেট বিশ্বে তার আবির্ভাব ছিলো বিষ্ময় জাগানিয়া। মোস্তাফিজুর রহমানের কাটার ভেলকিতে একের পর এক ব্যাটসম্যান বিধ্বস্ত হতো। এভাবে তিনি হয়ে গেলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
দেখতে দেখতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজুর রহমান তার বছর পার করলেন। ২০১৫ সালে ভারতের সাথে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় এরপর এখন পর্যন্ত ৫৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান। তবে এখনো ১০০টি উইকেট শিকার করেননি মোস্তাফিজুর রহমান। আর এখন সেই রেকর্ডের একেবারে সামনেই দাঁড়িয়ে আছেন তিনি। আর মাত্র দুইটি উইকেট নিলে মোস্তাফিজুর রহমান ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন। ষষ্ঠ বাংলাদেশী ক্রিকেটার হিসেবে মোস্তাফিজুর রহমান শততম উইকেটের মাইলফলক স্পর্শ করবেন। এর আগে যারা ১০০ উইকেট পাবার রেকর্ড গড়েছেন তারা হলেন: মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন, মোহাম্মদ রফিক। মোস্তাফিজুর রহমানের ওয়ানডেতে বোলিং পরিসংখ্যানটা একটু দেখে নেয়া যাক:
ম্যাচ: ৫৩
ইনিংস: ৫২
ওভার: ৪৪০.৫
রান: ২২৫৮
উইকেট: ৯৮
সেরা বোলিং ফিগার: ৬/৪৩
গড়: ২৩.০৪
ইকোনমি: ৫.১২
স্ট্রাইক রেট: ২৬.৯
৫ উইকেট: ৪ বার
আন্তর্জাতিক ক্রিকেটে অনেক উত্থান পতন দেখেছেন। এই বিশ্বকাপের আগে ভক্তরা অনেক আশা নিয়ে ছিলো বোলার মোস্তাফিজুর রহমানের ভেলকি দেখার। কতটুকু পেরেছেন মোস্তাফিজ ভক্তদের প্রত্যাশা মেটাতে? আসুন দেখে নেয়া যাক এই বিশ্বকাপে মোস্তাফিজুর রহমানের বোলিং পারফরম্যান্স:
ম্যাচ: ৭
ইনিংস: ৭
ওভার: ৬২.১
মেইনডেন: ২
রান: ৪০৯
উইকেট: ১৫
সেরা বোলিং ফিগার: ৫/৫৯
গড়: ২৭.২৬
ইকোনমি: ৬.৫৭
স্ট্রাইক রেট: ২৪.৮
৫ উইকেট: ১ বার
এই বিশ্বকাপে বাংলাদেশী খেলোয়াড়দের মধ্যে প্রথম স্থানে আছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও সব দল মিলিয়ে ৭ম অবস্থানে আছে। বিশ্বকাপ শেষে যদি টপ- ১০ এ থেকে শেষ করতে পারেন সেটিও হবে অনেক বড় অর্জন। আর আজকে এই বিশ্বকাপে বাংলাদেশ দলের শেষ ম্যাচ এই ম্যাচে মোস্তাফিজুর রহমান আর দুইটি উইকেট পেলে ১০০ উইকেট পেয়ে যাবেন। বিশ্বমঞ্চে এমন রেকর্ড হলে তো মন্দ হয় না।
-নাসিফুল হাসান সৌমিক