নতুন মিশনে ডোমিঙ্গো-ল্যাঙ্গাভেল্ট যাচ্ছেন রাবণের দেশে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় রয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে তারা তিনটি একদিনের ম্যাচ ও চারটি দুই দিনের ম্যাচ খেলবে। আর ‘এ’ দলের পারফরম্যান্স মূল্যায়ন করতে লঙ্কা যাচ্ছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ও পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট।

চলমান ত্রিদেশীয় সিরিজেই বাংলাদেশী কোচ হিসেবে অভিষেক হয় ডোমিঙ্গো ও ল্যাঙ্গাভেল্টের। চলতি এ সিরিজের ফাইনাল ম্যাচ আজ। এ সিরিজের পর বাংলাদেশ দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যদের আপাতত কোনো সিরিজ নেই। আর তাই এই দুই আফ্রিকান কোচ সিদ্ধান্ত নিয়েছেন, তারা শ্রীলঙ্কায় সফররত বাংলাদেশ ‘এ’ দলের পারফরম্যান্স বিবেচনা করতে লঙ্কার উদ্দেশে যাত্রা করবেন।

গতকাল (২৩ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে প্রথম চারদিনের ম্যাচ। দ্বিতীয়টি ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর। আর চারদিনের ম্যাচ শেষে বাংলাদেশ ‘এ’ দল ও শ্রীলঙ্কা ‘এ’ দল তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে নামবে। ম্যাচগুলো কলম্বোতে অনুষ্ঠিত হবে ৭, ৯ ও ১২ অক্টোবর তারিখে।

এ বিষয়ে তারা জানান, ‘২৪ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ। আর এই ম্যাচের পরই অর্থাৎ ২৫ সেপ্টেম্বর আমরা শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবো। আর আগামী মাসের ৮ তারিখ পর্যন্ত আমরা সেখানে থাকবো। শ্রীলঙ্কায় যাওয়ার পিছনে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে– সেখানে আমাদের কিছু ক্রিকেটার আছে, যাদেরকে যাচাই-বাচাই করা প্রয়োজন বলে মনে করছি আমরা।’

উল্লেখ্য, শ্রীলঙ্কায় সফরত বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে জাতীয় দলের চারজন ক্রিকেটার আছেন। তারা হলেন– মিরাজ, সৌম্য, মমিনুল ও এনামুল হক বিজয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »