https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি রোমাঞ্চ ছড়ানো ম্যাচ বিশ্বকাপ ২০১৯ আসরের ফাইনাল এতে কোনো সন্দেহ নেই। যতটা রোমাঞ্চ ছড়িয়েছিল এই ম্যাচটিতে ততটাই ছিল বিতর্কের রেশও। ফাইনাল ম্যাচের সেই বিতর্কিত ছয় রান নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব।
বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি হয়েছিল ডঃ নিয়ম অনুসারে সুপার ওভারে ম্যাচটি গড়ালে সেখানেও ড্র হয়। সুপার ওভারের আগেই অবশ্য ইংল্যান্ড ম্যাচটি হেরে যেতে পারতো যদি না নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের ওভার থ্রোতে ৬ রান না যেত।
সুপার ওভার শেষে বাউন্ডারি হিসেব করে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করার পর থেকেই শুরু হয় বিতর্ক। এই নিয়মের বিপক্ষে কথা বলেছেন অনেক সাবেক ক্রিকেটাররা। ছিলেন আম্পায়াররাও। তবে শিরোপা জয়ী ইংল্যান্ডের পক্ষে যাওয়া সেই ছয় রান নিয়ে ক্রিকেটের আইন প্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাব আবারও বসতে যাচ্ছে আলোচনায়।
এমসিসির পক্ষ থেকে জানানো হয়, ‘আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ওভার থ্রো নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে সেদিকে নজর রেখে ১৯.৮ এর ধারা নিয়ে আলোচনা হবে। এই ব্যাপারে আইন স্পষ্ট হলেও ফাইনালের ওভার থ্রো নিয়ে সেপ্তেম্বরেই আলোচনা করা হবে।’