নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ দলে নতুন অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। তিন ফরম্যাটেই নেতৃত্ব দেবেন তিনি। প্রধান র্নিবাচক মিনহাজুল আবেদিন নান্নুকে সড়িয়ে নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বাদ পড়েছেন হাবিবুল বাশার সুমন। এদিকে, ২১ জনের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বিসিবি। যেখানে তিন ফরম্যাটেই চুক্তি থেকে বাদ পড়েছেন তামিম ইকবাল।
বহুল প্রতিক্ষিত বিসিবি সভা সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ সব প্রশ্নের খোজে দেশের ক্রিকেট দুনিয়া। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিসিবি কার্যালয়ে হাজির বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর বিসিবিতে প্রথম সভা। ফুলেল শুভেচছায় শিক্ত ক্রীড়ামন্ত্রী।
বেলা তিনটার পর শুরু গুরুত্বপূর্ণ বোর্ড সভা। বিসিবি সকল পরিচালক উপস্থিত এই সভায়। সামনে সাকিব তামিম ইস্যু, নির্বাচক প্যানেল, অধিনায়ক নির্বাচন, বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট, কোচিং স্টাফ নির্বাচন সহ গুরুত্বপূর্ণ সব প্রশ্ন
প্রায় চার ঘণ্টা দীর্ঘ সভা শেষে সন্ধ্যায় সাংবাদিকদের সামনে বিসিবি সভাপতি পাপন। সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচক প্যানেল নিয়ে। নান্নু-বাশার যুগের ইতি টেনে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা পাপনের। প্রধান নির্বাচক জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসে লিপু। তার দুই সহযোগী আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার।
গুঞ্জন সত্যি করে জাতীয় দলের অধিনায়ক পরিবর্তন। তিন ফরম্যাটে নতুন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসানের অনিশ্চয়তা ক্যাপ্টেন পরিবর্তন। তবে উত্তর মেলেনি তামিম ইকবালের জাতীয় দলে ফেরা নিয়ে। তামিমের সঙ্গে কথা বলার পর আসবে সিদ্ধান্ত। তবে বড় খবর নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন এই বাঁহাতি।
২১ জনের কেন্দ্রীয় চুক্তি নতুন করে যুক্ত হয়েছেন তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিব। আর গেলবারের চুক্তি তেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, তামিম ইকবাল ও ইবাদত হোসেন। এছাড়া ৮৫জন প্রথম শ্রেনীর ক্রিকটারকে চুক্তিবদ্ধ করেছে বিসিবি।
আর ভারত বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট হাতে পেয়েছে বিবিসি বিবেচন করে আসবে সিদ্ধান্ত। এছাড়া জাতীয় দলের কোচিং স্টাফের সংক্ষিপ্ত করা হয়েছে। আলোচনা করে দেয়া হবে নিয়োগ। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিও চুড়ান্ত হয়েছে।
নিউজক্রিকেট২৪/আরএ