সাজিদা জেসমিন »
বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। দলের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান বিভিন্ন পরিস্থিতিতে দলকে টেনে নিয়ে গেছেন জয়ের প্রান্তে। কখনোবা হয়েছেন অপরাজেয় নায়ক, কখনোবা এনে দিয়েছেন দারুণ শুরু৷ একের পর এক দুর্দান্ত শট খেলে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। নাম লিখিয়েছেন রেকর্ড তালিকায়।
সিলেটের মাটিতে মাশরাফির নেতৃত্বে দল ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে। আর পুরো সিরিজ জুড়েই যেন সবাই ছুটছে রেকর্ডের পিছনে। একের পর এক রেকর্ড আসছেই। আর সেই দৌড়ে পিছিয়ে নেই বাংলাদেশের মিঃ ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। নিজেকে নতুন রেকর্ডের অন্তর্ভুক্ত করে নিজেকে ছাড়িয়ে নিয়ে গেলেন আরো এক ধাপ উপরে।
আজকের ম্যাচে মুশফিক তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ৩৮ তম ফিফটি৷ সেই সাথে ছুঁয়েছেন আরো একটি মাইলফলক। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে স্পর্শ করেছেন দেশের মাটিতে ৩০০০রানের মাইলফলক। আজকের ম্যাচের আগে এই মাইলফলক থেকে মাত্র ৩৭ রান দূরে ছিলেন মুশফিক। আজকের ম্যাচে ৫৫ রানের ইনিংস খেলে পূর্ণ করেছেন ৩০০০রানের কৌটা। মুশফিকের বর্তমান রান ৩০১৮। এই রান সংগ্রহের জন্য মুশফিক খেলেছেন ১১০ ম্যাচ।