দুটি রেকর্ডের দাড়প্রান্তে তাইজুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ফরম্যাটের স্পিনে ভরসার এক নাম তাইজুল ইসলাম। মমিনুল হকের মতো তাইজুল ইসলামের ট্যাগ জুটে গিয়েছে টেস্ট খেলোয়াড় হিসেবে। তাইজুল এই পর্যন্ত যে কয়টি ওয়ানডে খেলেছেন তার চারগুণ টেস্ট খেলেছেন। আর তার তো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো অভিষেক হয়নি। এতেই বোঝা যায় কেন তিনি টেস্ট খেলোয়াড়।

তাইজুল ইসলাম ওয়ানডে খেলেছেন ৬টি আর টি-টোয়েন্টিতে এখনো অভিষেক হয়নি। আর টেস্ট খেলেছেন ২৪টি ওয়ানডে। তিনি সাবলীল বোলিং করলেও ব্যাটিংটা টুকটাক করতে পারেন।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে টেষ্ট ফরম্যাটে এখন পর্যন্ত ২ জন বোলার ১০০ উইকেট পেয়েছেন। যে দুইজন শততম উইকেট নিয়েছেন তারা হলেন: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং সাবেক বাংলাদেশী বোলার মোহাম্মদ রফিক। এদের ব্যতীত আর কেউ ১০০ উইকেটের দেখা পাননি কেউ।

তবে এবার শততম উইকেটের একেবারে দাড়প্রান্তে বাংলাদেশের স্পিন বোলার তাইজুল ইসলাম। তার বর্তমান উইকেট সংখ্যা- ৯৯। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে আর মাত্র একটি উইকেট নিতে পারলে তৃতীয় বাংলাদেশী বোলার হিসেবে ১০০ উইকেট নেবার কৃতিত্ব অর্জন করবেন তাইজুল। এছাড়া আর ২টি উইকেট নিতে পারলে সাবেক বাংলাদেশী খেলোয়াড় ‌মোহাম্মদ রফিককে টপকে টেস্টে বাংলাদেশী উইকেট শিকারিদের মধ্যে দ্বিতীয় অবস্থানে চলে আসবেন তাইজুল ইসলাম। আর তার উপরে থাকবেন তার সতীর্থ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

চলুন এক নজরে তাইজুল ইসলামের টেস্ট ক্যারিয়ার দেখে নেয়া যাক:

ম্যাচ: ২৪
ইনিংস: ৪৩
ওভার: ৯৫৯.৪
রান: ৩০৭৩
উইকেট: ৯৯
ইনিংসে সেরা বোলিং ফিগার: ৮/৩৯
ম্যাচে সেরা বোলিং ফিগার: ১১/১৭০
গড়: ৩১.০৪
ইকোনমি: ৩.২০
স্ট্রাইক রেট: ৫৮.১
৫ উইকেট: ৭ বার
১০ উইকেট: ১ বার

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »