দুইবারের হেড কোচ আবেদন করলেন বোলিং কোচ হতে!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

সাধারণত একটি ক্রিকেট দলের ব্যাটিং কিংবা বোলিং কোচের পদ থেকে পরবর্তিতে হেড কোচের আবেদন করে থাকেন কোচরা। তবে এবার ঘটলো উল্টো ঘটনা। সাবেক পাকিস্তানি গ্রেট ওয়াকার ইউনিস দুই মেয়াদে পাকিস্তানের হেড কোচ থাকলেও এবার তিনি বোলিং কোচের পদে আবেদন করেছেন!

বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যর্থতার পর পুরো কোচিং স্টাফকেই ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করে পিসিবি। যার দরুন হেড কোচ মিকি আর্থার সহ বরখাস্ত করা হয় বাকিদেরও। সেই কোচিং স্টাফের পেস বোলিং কোচ ছিলেন আজাহার মাহমুদ। আজাহার মাহমুদের স্থলাভিষিক্ত হতেই বোলিং কোচের পদে আবেদন করেছেন ওয়াকার।

পাকিস্তানের জিও নিউজের খবর অনুযায়ী এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে। অন্যদিকে পাকিস্তান দলের হেড কোচ হিসেবে সাবেক ব্যাটসম্যান মিসবাহ উল হক এগিয়ে রয়েছে বলেও জানা গিয়েছে। যদি শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি হয়ে মিসবাহ হেড কোচ হয়েই যান তাহলে সিনিয়র ওয়াকার হয়ে থাকতে হবে জুনিয়রের বেশেই!

উল্লেখ্য, এর আগে ২০৬৬ সালে পাকিস্তান দলের বোলিং কোচের ভূমিকায় ছিলেন ওয়াকার ইউনিস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »