দুঃসময়ের গুরু সালাউদ্দিনেই শেষ দেখছেন তামিম!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জাতীয় দলের যেকোনো ক্রিকেটার বিশেষ করে সাকিব-তামিম-মুশফিকদের খারাপ সময় এলেই সালাউদ্দিনেই একমাত্র ভরসা খুঁজে পান তারা। নিজেদের খারাপ সময়ে, স্মরণ করলেই সালাউদ্দিন স্যারকে পাশে পেয়ে যান পুরোনো শিষ্য সাকিব-তামিমরা। আর এতে সালাউদ্দিনকে কেউ কেউ জাতীয় দলের ক্রিকেটারদের দুঃসময়ের গুরুও বলে থাকে।

বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় ঘরের মাটিতে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট ও তিন জাতির টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন। সময় কাটান নিজের মতো করে। নিজস্ব ট্রেনার নিয়োগ দিয়ে কঠোর অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েন দেশ সেরা এ ব্যাটসম্যান। এ সময় নিজের ফিটনেসের দিকেও নজর দেন তামিম। যার ফলশ্রুতিতেই ৫ কেজি ওজন কমাতে সক্ষম হন তিনি। বিশ্রাম থেকে ফিরে মিরপুরের একাডেমি মাঠে চালিয়ে যান কঠোর অনুশীলন।

আসন্ন ভারত সফরের মূল প্রস্তুতি হিসেবে তামিম ইকবাল বেছে নেন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২১ তম আসরকে। প্রথম ম্যাচে চেনা রূপে ফেরার ইঙ্গিত দিয়েও ইনিংস দীর্ঘ করার আক্ষেপে পুড়েছেন দেশ সেরা এ ব্যাটসম্যান। আপাতত তামিমের নজর ১৭ তারিখ থেকে ফতুল্লায় শুরু হতে যাওয়া জাতীয় লিগের ২য় ম্যাচকে ঘিরেই।

আর এই ম্যাচের আগে নিজেকে যাচাই করার জন্য পুরোনো গুরু সালাউদ্দিনের কাছে শরণাপন্ন হয়েছেন তামিম ইকবাল খান। ফতুল্লায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঘাম ঝরাচ্ছেন তামিম। নেটের পেছন থেকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন। কখনো কখনো তো নিজেই ব্যাট ধরে তামিমকে শেখাচ্ছেন সালাউদ্দিন। তামিম ইকবালও বাধ্য ছাত্র, নিজের গুরুর পরামর্শ আয়ত্ত করছেন মন দিয়ে। পুরোনো গুরুর আদেশ মেনে খান সাহেব চালিয়ে যাচ্ছেন অনুশীলন।

গুরু সালাউদ্দিনের পরামর্শ আয়ত্তে এনে তামিম ইকবাল ফিরে আসুক নিজের চেনা রূপে। সালাউদ্দিনের কল্যানে ভারত সফরে ছড়ি ঘোরাক তামিম ইকবাল –এমনটাই চাওয়া ভক্ত-সমর্থকদের। দেশ সেরা এ ব্যাটসম্যানের কাছ থেকে, হরহামেশাই বড় এবং দাপটীয় ইনিংস দেখার প্রত্যাশায় ভক্তকূল। খুব শিগগিরই ফিরে আসবে তামিম ইকবাল, বিশ্বাস তার ভক্তদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »