নিউজ ডেস্ক »
বর্তমান বিশ্বের অন্যতম সেরা ওপেনারদের মধ্যে একজন বলা হয়ে থাকে রোহিত শর্মাকে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছে রোহিত। শুধু রোহিতই নন পুরো ভারত দলই রয়েছে মাঠের বাইরে। পরবর্তী মাস থেকে শুরু হতে যাওয়া আইপিএলকে তাই বেশ গুরুত্বের সাথে দেখছে ভারত ক্রিকেট দল।
তবে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের আগে থেকেই চোটের কারণে মাঠের বাইরে দর্শক হিসেবে ছিলেন রোহিত শর্মা। ইতিমধ্যে চোট থেকে মুক্তি মিললেও পরিস্থিতির কারণে আর মাঠের ক্রিকেটে ফেরা হয়নি তাঁর।
সামনে আইপিএল সিজন আর এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন রোহিত শর্মা। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক বিবৃতিতে রোহিত বলেন, ‘আমার ক্যারিয়ারে ব্যাট না ধরার সবচেয়ে দীর্ঘতম বিরতি এটি। কিছুটা চ্যালেঞ্জিং হবে খেলায় ফেরা। মাঠে না খেলা পর্যন্ত জানতে পারব না আমার অবস্থান কোথায় এবং আমি কেমন অনুভব করছি। তবে শরীর পুরোপুরি ঠিক আছে। গত চার মাসের কারণে শারীরিকভাবে আগের চেয়ে আরও শক্তিশালী বোধ করছি।’
সামনের মাসের ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে আইপিলের ১৩তম আসর। ফাইনাল হবে ১০ নভেম্বর। ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরবেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই সফল অধিনায়ক।
নিউজক্রিকেট/শাওন