নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স এক পাল্লায় আর সাকিব আল হাসানের পারফরম্যান্স যদি অন্য পাল্লায় রাখা হয় তাহলে হয়তো সাকিবের পাল্লাটাই ভারি থাকবে বেশি। কেননা বিশ্বকাপে পুরো দলকে যে একি টেনে নিয়ে গিয়েছেন এই অলরাউন্ডার। যে তিনটি ম্যাচে টাইগাররা জিতেছে প্রতিটাতেই ম্যাচ সেরার পুরস্কার হাতে উঠেছে তার। শুধু তাই নয় বিশ্বকাপের অনেক রেকর্ডও ওলটপালট করতে সক্ষম হয়েছেন তিনি।
বিশ্বকাপে ব্যক্তিগত পারফরম্যান্সের আগে দলের কথাটাই যে আগে ভাবতেন তিনি সেটা আবারও জানিয়ে দিয়েছে। দৈনিক পত্রিকা প্রথম আলোকে দেয় আক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘বিশ্বকাপে এততা ভালো খেলব সেটা ভাবিনি। নিজের জন্য খেললে হয়তো আরও ভালো খেলতে পারতাম। দলের জন্য কিছু করাটাই সবার আগে মাথায় ছিল।’
‘প্রতিটি ম্যাচেই যখন ব্যাট-বল হাতে নেমেছি সামনের নামের (দেশের জন্য) চিন্তা করেছি। যত কঠিন পরিস্থিতিই হোক সেটা মাথা থেকে সরাইনি। জোফরা আর্চারকে যখন খেলি তখন মাথায় ছিল দেশের জন্য মোকাবেলা করতেই হবে।’
জাতীয় সঙ্গীত গাওয়া থেকে শুরু করে সব জায়গাতেই দেশের কথা মাথায় ছিল বলেও জানান সাকিব, ‘আমার জীবনে মন থেকে এত জোরে জাতীয় সঙ্গীত গাইনি কোনোদিন। আগে থেকেই এগুলো পরিকল্পনায় ছিল। ঠিক করাই ছিল কীভাবে কি করব।’