দলের অবকাঠামোর পরিবর্তন আনতে হবে : ডোমিঙ্গো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্দোরে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ব্যর্থতার গল্পে নাম লিখিয়েছিলেন টাইগার ব্যাটসম্যানরা। ব্যাটিংয়ের পর বল হাতেও ছন্নছাড়া বাংলাদেশ। এমন দৃশ্য মোটেও ভালো লাগার নয়। বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গোর মতে, তলানিতে পড়ে থাকতে না চাইলে টেস্ট দলের কাঠামোতে পরিবর্তন আনতে হবে।

এমন হতাশাজনক দিনের পরও হেড কোচ রাসেল ডোমিঙ্গো রাখছেন দলের উপর আস্থা। ম্যাচ বাঁচাতে ব্যাটসম্যানদের বড় রানের ইনিংস চান তিনি।

সংবাদ সম্মেলনে রাসেল ডোমিঙ্গো বলেন, ‘কঠিন এক দিন কাটল। পুরো কৃতিত্ব ভারতের। দুই দিন ওরা আমাদের ডমিনেট করেছে। এখনও তিন দিনের খেলা বাকি। খুব কঠিন পরিস্থিতি, তবে আমাদের জন্য বিশেষ কিছু করার সুযোগও। অনেকের ২০ কিংবা ৩০ গড় আছে। আমাদের এমন কাউকে লাগবে যে ১০০, ১৫০ কিংবা ২০০ রান করবে যেমনটা আজ মায়াঙ্ক (আগারওয়াল) করেছে।’

টেস্টের প্রথম দুই দিনেই ভারত অনেকটা এগিয়ে। এমতাবস্থায় হেড রাসেল ডোমিঙ্গো বলেছেন দলের পরাজয় এড়াতে অবকাঠামোর পরিবর্তন আনতে হবে।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো সন্দেহ নেই দলের কাঠামোতে পরিবর্তন আনতে হবে। অন্যথায় ফল সব সময় একই হবে। সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে নির্বাচকদের সঙ্গে আমার বসতে হবে। কয়েকজন নতুন মুখ নিয়ে শুরুতে কিছু সময়ে সংগ্রাম করলে তা এই মুহূর্তে যা হচ্ছে তার চেয়ে ভিন্ন কিছু হবে না। আমাদের দলে দারুণ কিছু খেলোয়াড় আছে যাদের সম্মান প্রাপ্য। বাংলাদেশের জন্য তাদের পারফরম্যান্সের মূল্যায়ন আমাদের করতে হবে। একই সঙ্গে দলের স্বার্থে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »