https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ আসরের মূল পর্বের ম্যাচ শুরুর আগে গা গরমের ম্যাচে মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৮৭ রানের বড় ব্যবধানে হেরেছে হাথুরুসিংহের শিষ্যরা।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খুব বেশি সুবিধা করতে না পারলেও হাসিম আমলা এনং অধিনায়ক ফাফ ডু প্লেসিস মিলে গড়েন ১২৮ রানের জুটি। আমলা ৬৫ রানে ফিরে যাবার পর ৮৮ রানে ফিরে যান প্লেসিসিও। ডসনের ৪৪ এর পর লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ছোট ছোট সংগ্রহে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৩৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
জবাবে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই ফিরে যান লঙ্কান ওপেনার কুশল পেরেরা। অধিনায়ক দিমুথ করুনারত্নের ব্যাট থেকে আসে ৮৭ রান। অন্যদিকে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস করেন ৬৪ রান। দলের বাকি ব্যাটসম্যানদের মধ্যে ৬ জনই নিজেদের রান নিয়ে যেতে পারেননি দুই অঙ্কের ঘরে। ইনিংসের ৪৫ বল বাকি থাকলেই ২৫১ রানে সব কয়টি উইকেট হারিয়ে ৮৭ রানের পরাজয় বরণ করে নেয় শ্রীলঙ্কা।
মূলত দক্ষিণ আফ্রিকার পেস বোলারদের কাছেই ম্যাচ হেরেছে লঙ্কানরা। বল হাতে ফেলোকায়ো একাই নেন ৪টি উইকেট। তাছাড়া লুঙ্গী এনগিডি ২টি, রাবাদা ১টি, ইমরান তাহির ১টি, প্রেটোরিয়াস ১টি এবং জেপি ডুমিনি নেন ১টি করে উইকেট।