থেমে গেলেন সৌম্য

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আজকের ৩য় ও‌ শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে নামলেও ব্যাটসম্যানদের বাজে ব্যাটিংয়ে সেই হোয়াইটওয়াশ এড়ানো যাচ্ছে না যতি অতিমানবীয় কিছু না হয়। আজ বেশ বড়সড় ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ দল। এখন বড় হার এড়ানো লক্ষ্য হওয়া উচিত তবে সেটিও হবে কিনা বলা মুশকিল।

আজ সকলের ব্যর্থতায় অন্ধকারে আলোর দিশারী হয়েছিলেন সৌম্য সরকার। আজ বোলিংয়ে যেমন ৩ উইকেট নিয়ে ভালো‌ পারফরম্যান্স করেছেন তেমনি ব্যাটিংয়েও ভালো করেছেন সৌম্য। তবে শেষ পর্যন্ত তাকেও কাটা পড়তে হয়েছে। আখিলা ধনঞ্জয়ার বলে বোল্ড হয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান সৌম্য সরকার। আউট হবার আগে তিনি ৮৬ বলে ৬৯ রান করেন, ৫টি চার ও ১টি ছক্কা মারেন। এবং তার স্ট্রাইক রেট ছিলো: ৮০.২৩।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »