https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ইংল্যান্ডে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৯ দলের সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশের যুবারা। ফাইনালে তরুণ টাইগারদের প্রতিপক্ষ ভারত অনুর্ধ্ব-১৯ দল। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই বাংলাদেশ দল খেলছে ফাইনাল। ১১ আগস্টের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
গতকাল (৭ জুলাই) ইংল্যান্ডের মাটিতে ভারত ও বাংলাদেশ দল গ্রুপ পর্বে নিজেদেরশেষ ম্যাচে মাঠে নামে। শুরুতে ব্যাট করতে নেমে ভারত অনুর্ধ্ব-১৯ দল সব কয়টি উইকেট হারিয়ে ২৪৪ রান তোলে। জবাবে টাইগার যুবারা ব্যাটিংয়ে নামলে ইনিংসের মাত্র ৫.৫ ওভার ব্যাটিং করলেই হানা দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত বৃষ্টি আর না থামলে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।
এই ম্যাচ ড্র হওয়ায় বাংলাদেশের পয়েন্ট ১১। দ্বিতীয় স্থানে থাকা ভারতের পয়েন্ট ৮ ও স্বাগতিক ইংল্যান্ডের পয়েন্ট মাত্র ৩।
আগামী ১১ আগস্ট ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল ও ভারত অনুর্ধ্ব-১৯ দল।