তৃতীয় দফায় পা‌কিস্তান নাও যে‌তে পা‌রে বাংলা‌দেশ!

শোয়েব আক্তার »

বিশ্ব ব্যাপী মহামা‌রি আকা‌রে ছ‌ড়ি‌য়ে পড়‌ছে ক‌রোনা ভাইরাস। এ ভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে ইতোম‌ধ্যে ‌বি‌শ্বের বি‌ভিন্ন প্রান্ত থে‌কে প্রায় চার হাজা‌রের ও বে‌শি মান‌ুষ মারা যাওয়ার খবর পাওয়া যা‌চ্ছে। এর আওতার বাই‌রে নয় পা‌কিস্তান ও। পা‌কিস্তা‌নের সিন্ধ অঞ্চ‌লে এখন পর্যন্ত পাঁচ জন‌কে ক‌রোনা ভাইরাসে আক্রান্ত হি‌সে‌বে শনাক্ত করা হ‌য়ে‌ছে। সতর্কতা স্বরূপ আগামী ১৩ মার্চ পর্যন্ত দেশ‌টির সকল শিক্ষা প্র‌তিষ্ঠান ও বন্ধ ক‌রে দি‌য়ে‌ছে প্রশাসন।

সিন্ধ অঞ্চ‌লেরই রাজধানী করা‌চি‌তে সি‌রি‌জের একমাত্র ওডিআই ও দ্বিতীয় টেস্ট খেল‌তে পা‌কিস্তান সফ‌রের কথা বাংলা‌দে‌শের। এমতাবস্থায় এপ্রি‌লে তৃতীয় দফায় পা‌কিস্তান সফর কতটুকু নিরাপদ হ‌তে পা‌রে তা নি‌য়ে উদ্বেগ দেখা দি‌য়েছে ক্রি‌কেট পাড়ায়। ‌সি‌রি‌জের ভ‌বিষ্যত নির্ধারনে ইতোম‌ধ্যে পা‌কিস্তান ক্রি‌কেট বো‌র্ডের সা‌থে আলোচনা করার চিন্তা-ভাবনা কর‌ছে বাংলা‌দেশ ক্রি‌কেট বোর্ড।

‌ক্রি‌কে‌টের জন‌প্রিয় ও‌য়েব সাইট ক্রিকবাজ কে দেওয়া সাক্ষাৎকা‌রে বি‌সি‌বির মি‌ডিয়া ক‌মি‌টির চেয়ারম্যান জালাল ইউনুস খে‌লোয়াড়‌দের নিরাপত্তার উপর গুরুত্বা‌রোপ ক‌রেন ও প‌রি‌স্থি‌তি বেগ‌তিক হ‌লে দল না পাঠা‌নোর কথা জানান।

‌তি‌নি ব‌লেন, ‘আমরা পি‌সি‌বির সা‌থে বৈঠ‌কে বস‌বো। য‌দি প‌রি‌স্থি‌তি খারাপ দে‌খি ত‌বে আমরা পা‌কিস্তান দল পাঠা‌বো না। কিন্তু এ ব্যাপা‌রে সিদ্ধান্ত নি‌তে হ‌লে আমা‌দের আরও কিছু‌দিন দেখ‌তে হ‌বে। আমা‌দের হা‌তে এখনও য‌থেষ্ঠ সময় আছে।’

‌তিন দফায় পা‌কিস্তান সফ‌রের প্রথম দুই দফায় দু‌টি টি-২০ ও এক‌টি টেস্ট ম্যাচ খেল‌তে পাকিস্তান গি‌য়ে‌ছিল বাংলা‌দেশ। যেখা‌নে কোন ম্যাচ জিত‌তে পা‌রে নি বাংলা‌দেশ। তৃতীয় দফায় আগামী ৩ এপ্রিল এক‌মাত্র ও‌ডিআই ও টেস্ট সি‌রি‌জের দ্বিতীয় ম্যাচ ৭-১১ এপ্রিল করা‌চি‌তে অনু‌ষ্ঠিত হ‌বে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »