নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপের মিশনটা জয় দিয়েই শুরু করেছে বাংলাদেশ। বেশ ফুরফুরে মেজাজেই আছেন এখন সাকিবের দল৷ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ। অনুশীলনেও বেশ চনমনে ছিলেন সবাই। নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ে পেসার তাসকিনের অবদান ছিলো অনেক।
এছাড়াও তাসকিনের সাম্প্রতিক পারফরম্যান্স ও চেষ্টা প্রশংসার দাবি রাখে। নেদারল্যান্ডসের বিপক্ষে পর পর দুই বলে দুই উইকেট নিয়ে নেদারল্যান্ডসকে অনেকটাই চাপের মুখে ফেলেন। দ্বিতীয় ম্যাচের আগে প্রেস কনফারেন্সে সাকিব জানান, তাসকিন এই মূহুর্তে আমাদের সেরা বোলার। পেস বোলিং ইউনিটের দলনেতাও বলা যায়। মাশরাফি বিন মর্তুজার অবসরের পর এই জায়গাটা তিনি দ্রুত পূরণ করে ফেলেছেন।
নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিল তাসকিন। শুরুতে ২ উইকেট ও ডেথ ওভারেও তুলে নেন ২ উইকেট। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তার ওপরই প্রত্যাশা একটু বেশি থাকবে দল ও ভক্ত-সমর্থকদের। অধিনায়কও প্রশংসায় ভাসাচ্ছেন তাসকিনকে।