নিউজ ডেস্ক »
করোনা ভাইরাসে অসহায় মানুষদের সাহায্য এগিয়ে আসতে নিজের একটি বল নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। এবার তার বলের মূল্য নির্ধারণ করা হয় ৩ লক্ষ টাকা।
কিছুদিন সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের মত নিজের স্বারক নিলামে তোলার সিদ্ধান্ত নেন তাসকিন আহমেদ। আর সেটির ভিত্তি মূল্য গতকাল ঠিক করা হয়। শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাঠে তাসকিন আহমেদ নেন তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ও একমাত্র হ্যাট্রিক করেন। এটি বাংলাদেশের এখন পর্যন্ত শেষ হ্যাট্রিক।
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে হ্যাট্রিক করেন মাত্র ৫ জন বোলার৷ সব শেষ হ্যাট্রিকটি করেন তাসকিন আহমেদ ২০১৭ সালে। ২৮ মার্চ ডাম্ভুলায় শ্রীলঙ্কার বিপক্ষে নিজের ৯ম ওভারে এই ৩য়, ৪র্থ ও ৫ম বলে এই হ্যাট্রিক করেন তাসকিন আহমেদ। ব্যাটসম্যান ছিলেন আসেলা গুনারত্নে, সুরাঙা লাকমাল ও নুয়ান প্রদীপ।
তাসকিনের এই বলটি নিলামে উঠবে ‘অকশন ফর অ্যাকশন’ পেজ থেকে। যেখানে উঠেছিলো সাকিবের ব্যাট। এখন নিলাম চলছে। শেষ হবে আজ রাত ১১টায় লাইভের মাধ্যমে। নিলাম থেকে পাওয়া সম্পূর্ণ অর্থ চলে যাবে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যর্থে,তার পছন্দের ফাউন্ডেশনে।
বাংলাদেশ সময়ঃ ২:৫০ পি এম
নিউজ ক্রিকেট/আরআর