নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের প্রায় অধিকাংশ শীর্ষ ক্রিকেটারদের দলে ভিড়িয়ে আগামী ডিপিএলের জন্য দল ঘোষণা করেছে দেশের শীর্ষ ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।
আজ ছিল আগামী ডিপিএলের জন্য জার্সি উন্মোচন অনুষ্ঠান। জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্তিত ছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ এবং তাসকিন আহমেদ। জার্সি উন্মোচন অনুষ্ঠানে ক্লাবের হয়ে বক্তব্য রাখেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক এবং ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে মোহামেডান আগামী ডিপিএলের জন্য তাদের নতুন অধিনায়কের নামও ঘোষণা করেছে। জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে তারা আগামী ডিপিএলের জন্য তাদের অধিনায়ক হিসেবে ঘোষণা করে আজ। যদিও জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরের জন্য আসরের পুরো সময় অধিনায়ককে পাবে না মোহামেডান।