তামিম খেলতে না পারলে অধিনায়ক লিটন: পাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আসন্ন এশিয়া কাপের ফিটনেস ক্যাম্পে এখনো যোগ দেননি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো ইনজুরির কারণে এশিয়া কাপে তামিম যদি খেলেতে না পারেন তবে টাইগারদের অধিনায়ক হবেন কে?

 

শুধু এশিয়া কাপের প্রশ্ন এখানে জড়িত নয়। এশিয়া কাপের পরই বিশ্বকাপ। তাই তো অধিনায়ক নিয়ে চিন্তা বেশি টিম ম্যানেজমেন্টের। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন একটি গনমাধ্যমকে জানিয়েছেন তামিম খেলবেন কিনা সেটা তার সাথে আলোচনা না করে কিছুই বলা সম্ভব নয়।

 

পাপন বলেন, ‘আমরা শতভাগ নিশ্চিত এখনও পর্যন্ত আমাদের ক্যাপ্টেন তামিম ইকবাল। এখন সমস্যা হচ্ছে, ও (তামিম) কখন থেকে খেলবে বা খেলতে পারবে, সেটা তো আমরা এখনও পর্যন্ত জানি না। ও ডাক্তার দেখিয়ে আসছে। স্পষ্টভাবে ওর সমস্যা আছে, এখন যেটা আমরা জানলাম। অবশ্য আগে জানতাম না যে, ওর বেশ সমস্যা আছে। এই সমস্যাটার জন্য কী করতে হবে, কতদিন সময় লাগবে এইগুলো না জেনে কিছু মন্তব্য করা কঠিন।’

 

যদি তামিম না খেলেন তবে অধিনায়ক কে হবেন এমন প্রশ্নে বিসিবি সভাপতি বলেন, ‘এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে, এখন তামিম না খেললে কী হবে? আমার জানা মতে, তামিম না খেললে তার পরিবর্তে বর্তমানে যে সহ-অধিনায়ক আছে সেই অধিনায়ক হবে।’

 

পাপন আরও বলেন, ‘সবার আগে জানা দরকার তামিমের প্ল্যানটা কী। ওকে নিশ্চয়ই একটি কার্যক্রমের মধ্যে যেতে হবে। যেটা বলে দিয়েছে তারা। ওই কার্যক্রমটা কবে শুরু হবে, কবে শেষ হবে, কতদিন লাগবে, ওর কী মনে হয়, এইগুলো ওর সাথে আলাপ না করে বলাটা কঠিন। আমাদের সাথে বসেই ওর প্ল্যানটা বলবে। কয়েক দিনের মধ্যেই বসবো। যত তাড়াতাড়ি সম্ভব ওর প্ল্যানটা জানতে পারি ততই ভালো। কিন্তু স্পষ্টভাবে বলতে চাই, আমরা ওর ওপর প্রেশারইজড করতে চাই না।’

 

এশিয়া কাপের দল কবে ঘোষণা করা হবে এমন প্রশ্নে  বিসিবি সভাপতি বলেন, ‘আমি বলছি যে, কোচ ও অধিনায়ক দুইজনের মতামত নিয়ে এরপর স্কোয়াড ঘোষণা করো। একটা পাঠিয়ে দিলে এরপর এটা নিয়ে কোচ বলবে, এটা হলো কেন বা অধিনায়ক বলবে এটা হলো না কেন। যাই হোক, একবারে সবার সাথে কথা বলে স্কোয়াড ঘোষণা করে দাও।’

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »