নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০০৭ সালের ৯ই ফেব্রুয়ারি, বাংলাদেশ ক্রিকেটের অন্যতম এক কান্ডারি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে আবির্ভাব হয়েছিলো তামিম ইকবাল খানের। সেই শুরুর সময়টা থেকে এখন পর্যন্ত কেটে গেছে এক যুগেরও বেশি সময়। নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে পার করেছেন ক্যারিয়ারের দীর্ঘ ১২ টি বছর।
অফফর্মে থাকার কারণে সহ্য করতে হয়েছে তীব্র সমালোচনার। অবশ্য ব্যাট হাতেই আবার সেই সমালোচনার জবাব দিয়েছেন, রেখেছেন টাইগারদের সব বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান।
এখন যদি আপনার কাছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যানের নাম জানতে চাওয়া হয়, তাহলে হয়তো আপনার মাথায় তামিম ইকবাল খানের নামটিই ঘুরপাক খেতে থাকবে। এর যৌক্তিক কারণও আছে বটে।
এ চাটগাঁইয়া (তামিম) টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি তিন ফরমেটেই বাংলাদেশের সেরা রান সংগ্রাহক। শুধু সেরা রান সংগ্রাহকেই সীমাবদ্ধ নন তিনি। শতক থেকে শুরু করে অর্ধশতক, বাউন্ডারি থেকে শুরু করে ওভার বাউন্ডারি– সবকিছুতেই সেরা এই ব্যাটিং স্তম্ভ। এমনকি বাংলাদেশ ক্রিকেটের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৩ ফরমেটেই শতক করা ব্যাটসম্যান টার নামও এই তামিম ইকবাল। তাছাড়া বর্তমান সময়ে বিশ্বক্রিকেটের সেরা ওপেনারদের একজন তিনি।
★ তামিম ইকবালের টেস্ট, ওয়ানডে ও টি-২০
অভিষেক–
১. বাংলাদেশ ক্রিকেটের ৮৩ তম খেলোয়াড় হিসেবে, ২০০৭ সালের ৯ই ফেব্রুয়ারি একদিনের (ওয়ানডে) ম্যাচে অভিষেক। (জিম্বাবুয়ে)
২. বাংলাদেশ ক্রিকেটের ১৭ তম খেলোয়াড় হিসেবে, ২০০৭ সালেই ১ই সেপ্টেম্বর টি-টোয়েন্টি অভিষেক। (কেনিয়া)
৩. বাংলাদেশ ক্রিকেটের ৫১ তম খেলোয়াড় হিসেবে, ২০০৮ সালের ৪ জানুয়ারি সাদা পোশাকে অভিষেক। (নিউজিল্যান্ড)
★ তামিম ইকবালের টেস্ট, ওয়ানডে ও টি-২০ ৷
পরিসংখ্যান–
১. টেস্টে ৫৮ ম্যাচে ৩৯.০ এভারেজে তুলেছেন ৪৩২৭ রান। ৯টি সেঞ্চুরি ও ২৭টি হাফসেঞ্চুরির সাথে আছে ১টি ডাবল সেঞ্চুরি। চার- ৫৩৯ টি ও ছয় রয়েছে ৩৫ টি।সর্বোচ্চ স্কোর ২০৬। (পাকিস্তান)
২. ওডিআইতে ২০৪ ম্যাচে ৩৫.৫৩ এভারেজে তুলেছেন ৬৮৯২ রান। রয়েছে ১১টি সেঞ্চুরি ও ৪৭টি হাফসেঞ্চুরি। চার- ৭৫৪ টি ও ছয় রয়েছে ৮২ টি। সর্বোচ্চ স্কোর ১৫৪।(জিম্বাবুয়ে)
৩. টি-টোয়েন্টিতে ৭৫ ম্যাচে ২৩.০৪ এভারেজে তুলেছেন ১৬১৩ রান। করেছেন ১টি সেঞ্চুরির পাশাপাশি ৬টি হাফসেঞ্চুরি। চার- ১৭৫ টি ও ছয় রয়েছে ৪১ টি। সর্বোচ্চ স্কোর ১০৩*। (ওমান)
তামিম ইকবালের লক্ষ্য– ওডিআই ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করা এবং র্যাঙ্কিংয়ে সেরা পাঁচ এ থেকে ক্যারিয়ার শেষ করা।