দুর্জয় দাশ গুপ্ত, সিলেট থেকে »
আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ে দল। তার আগে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে দু’দল। দুপুর দেড়টায় শুরু হওয়া ঐচ্ছিক অনুশীলনে ছিলেন না অধিনায়ক মাশরাফি ও গত ম্যাচের নায়ক লিটন দাস৷ তবে বাকি সব ক্রিকেটাররাই ছিলেন অনুশীলনে।
এদিকে অনুশীলন শুরুর ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের পক্ষে গণমাধ্যমের সামনে কথা বলতে আসেন বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি। তার কাছে জানতে চাওয়া হয় লিটন দাসকে নিয়ে বিশেষ কোন পরিকল্পনা ছিলো কি না এবং একইসাথে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের বাজে সময় নিয়ে।
তামিমকে নিয়ে নিল বলেন, ‘তামিমকে আমি এটাই বলবো ধৈর্য্য ধরতে। ক্রিকেটে বাজে সময় যেতেই পারে। আমরা তামিমের রেকর্ড সম্পর্কে জানি। আমরা জানি তামিম কি করতে পারে। বাংলাদেশের মত জায়গাতে মিডিয়ার প্রচুর চাপ খেলোয়াড়দের পারফরম্যান্সে ইফেক্ট ফেলে।’
এছাড়াও তার কাছে প্রশ্ন ছিলো দলে কোন খেলোয়াড়কে কোন ধরনের রোল প্লে করতে হয় সেটা নিয়ে। এর জবাবে নিল জানান, ‘আসলে সেটা সিচুয়েশনের উপর নির্ভর করে। তবে আমি বলবো পৃথিবীর সব দেশের বিপক্ষে ঠিক এক রকম মোমেন্টাম নিয়ে খেলতে হবে। সেক্ষেত্রে প্রতিপক্ষ দলটা হোক জিম্বাবুয়ে কিংবা অস্ট্রেলিয়া।’
প্রসঙ্গত, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দু’দল। ম্যাচ শুরু দুপুর একটায়।