নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে তামিমের ফরচুন বরিশালকে ১৬ রানে হারিয়েছে চট্টগ্রাম।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে টম ব্রাইসের ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারেভ ৫ উইকেটে ১৪৫ রান করে চট্টগ্রাম। টম ব্রাইস ৪০ বলে ৫০ রান করেন। এছাড়া জশ ব্রাউন ২৩ বলে ৩৮ রান করেন। বরিশালের মোহাম্মদ ইমরান ২টি এবং সাইফউদ্দিন, আব্বাস আফ্রিদি ও তাইজুল ১টি করে উইকেট নেন।
১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শহিদুলের দারুণ বোলিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রানে থেমে যায় ফরচুন বরিশালের ইনিংস। তামিম ইকবাল ৪৬ বলে ৪৯ ও মোহাম্মদ সাইফউদ্দিন ১৮ বলে ৩০ রান করেন। চট্টগ্রামের শহিদুল ৩টি, আল আমিন হোসেন ২টি এবং সৈকত আলী ও নাহিদুজ্জামান ১টি করে উইকেট নেন।
নিউজক্রিকেট২৪/আরএ