https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের ষষ্ঠ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দায়িত্ব তামিম ইকবালের কাছে না দেয়া ভুল সিদ্ধান্ত ছিল বলে মনে করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল।
বিপিএলে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গত আসরে কুমিল্লার জার্সিতে দেখা যায় অজি ব্যাটসম্যান স্টিভেন স্মিথকে। শুরুর দিকে অধিনায়কের দায়িত্বও পালন করেন তিনি। তবে স্মিথের চলে যাওয়ার পর দায়িত্ব অর্পণ করা হয় ইমরুল কায়েসের হাতে।
মাঠে অবশ্য অনানুষ্ঠানিকভাবে অধিনায়কের দায়িত্বে দেখা গিয়েছিল তামিম ইকবালকে! কায়েসকে সহায়তা করেছেন অধিনায়কত্ব করতে। সম্মিলিত প্রচেষ্টায়ই যে ভিক্টোরিয়ান্সরা সফল হয়েছে টুর্নামেন্টে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
এদিকে ভারতীয় ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে সরল স্বীকারোক্তি নাফিসা কামালের। ‘পেছনে তাকালে দেখবেন আপনিও ভুল করেছেন। এটা নির্ভুল নয়। আমরা আবেগের সাথে কাজ করি এটা সত্যি। অন্যদের চেয়ে আমার ভুলের মাত্রাটা বেশি। স্মিথকে আনার পর তামি ও কায়ের নেতৃত্ব নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছিল। ২০১৭ সালে যখন শুরুর চার ম্যাচ তামিম খেলতে পারেনি তখন কিন্তু আমরা মোহাম্মদ নবীকে অধিনায়ক দিয়েছিলাম।’
স্টিভেন স্মিথের কাছে দায়িত্ব তুলে দেয়া যে সঠিক সিদ্ধান্ত ছিল না সেটা স্বীকার করে নিয়ে তিনি আরও বলেন, ‘এত দ্বিধা থাকার পরেও তামিমকেই আমি অধিনায়ক দিতাম। স্মিথকে অধিনায়কত্ব দেয়া পরবর্তী সময়ে সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়নি। তবে সবকিছুই ভালো হয়েছে। তামিম ও দলের ন্য খেলোয়াড়দের ধন্যবাদ।’