https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা শিবিরে শুরুর দিকেই আঘাত হানে পেসার শফিউল ইসলাম। ইনিংসের পঞ্চম ওভারে বল করতে এসে ওপেনার অভিসেসে ফার্নান্দোকে ক্যাচ আউটের শিকার করে সাজঘরে ফেরত পাঠান শফিউল।
তবে এরপর ২০ ওভার পর্যন্ত কোনো ব্রেক থ্রু এনে দিতে পারননি বাকি বোলাররা। কুশল পেরেরা ও দিমুথ করুনারত্নে মিলে এগিয়ে নিয়ে যাচ্চঝিলেন দলকে। ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা এই জুটিতে ফাটল ধরিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। ইনিংসের ২১তম ওভারে বল হাতে নিয়ে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নেকে বোকা বানান তাইজুল। তাইজুলের করা বলে উইকেটরক্ষক মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৪৬ রানে বিদায় নিয়েছেন করুনারত্নে।
পরের ওভারেই পেসার রুবেল বল হাতে এসে তুলে নেন আরেক সেট ব্যাটসম্যান কুশল পেরেরার উইকেট। ৫১ বল মোকাবেলায় ৪২ রান করে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত (প্রতিবেদন লেখার সময়) ২২ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৯৮ রান।