নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিপিএলে মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। দুর্দান্ত ঢাকাকে ৫ উইকেটে হারিয়েছে তারা।
সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৪ রানে প্রথম উইকেট হারায় ঢাকা। এরপর ৭৮ রানের জুটি গড়েন সাইফ হাসান এবং নাইম শেখ। তাদের দুজনের বিদায়ের পর আর সেভাবে রান তুলতে পারেনি তারা। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২৪ রান তুলতে সক্ষম হয় তাসকিনের দল। দলের পক্ষে সাইফ ৪১ এবং নাইম ৩৬ রান করেন। সিলেটের রেজাউর রহমান তিনটি এবং সামিত প্যাটেল দুটি উইকেট নেন।
১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৭৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়লেও নাজমুল হোসেন শান্তর ৩৩ বেনি হাওয়েলের অপরাজিত ৩০ এবং রায়ান বার্লের ২৯ রানে ভর করে ৫ উইকেটের জয় তিুলে নেয় সিলেট স্ট্রাইকার্স। ঢাকার পক্ষে শরিফুল তিনটি এবং উসমান কাদির দুটি উইকেট নেন।
নিউজক্রিকেট২৪/আরএ