https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দলের হেড কোচের পদটা ফাঁকা বিশ্বকাপের পর থেকেই। দ্রুত এই পদ পূর্ণ করতে বেশ জোরেশোরেই মাঠে নেমেছে বিসিবি। যার উদাহরণ দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো। বুধবার (৭ আগস্ট) ঢাকায় এসে বিসিবির কাছে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। আর বাংলাদেশ দল নিয়ে ডোমিঙ্গোর পরিকল্পনায় সন্তুষ্টি প্রকাশ করেছে বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘বাংলাদেশ দল নিয়ে তিনি (ডোমিঙ্গো) তার পরিকল্পনা উপস্থাপন করেছে। আমরা বেশ সন্তুষ্ট। তার ব্যাকগ্রাউন্ডও ভালো। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের পাশাপাশি জাতীয় দলেরও কোচ ছিলেন তিনি।’
ডোমিঙ্গোর পরিকল্পনায় সন্তুষ্ট হলেও সংক্ষিপ্ত তালিকায় এখনও নাম রয়েছে আরও দুইজন কোচের। তাই বাকিদের কথাও মনে করিয়ে দিলেন জালাল ইউনুস। ‘এখানেই আমরা সব শেষ করে দিতে চাচ্ছি না। আরও দুইজন বাকি আছে। তাদের পরিকল্পনার কথাও শুনবো আমরা। খুব অল্প সময়ের মধ্যেই বাকি দুইজনের সাক্ষাৎকার নেয়া শেষ করব আমরা। তবে এখনই বাকি দুইজনের নাম ও কবে সাক্ষাৎকার নেয়া হবে সেটা বলা যাচ্ছে না। এটাও থিক যে আমরা এই তিন জনের বাইরে কাউকে ভাবছি না।’