ডোপ টেস্টের জালে আটকে গেলেন কাজী অনিক!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কাজী অনিক বাংলাদেশ ক্রিকেটের উদীয়মান তরুণ হিসেবে বেশ আলোচনায় ছিলেন। তবে অবাক করার বিষয় হলো এবারের বিপিএল এ প্লেয়ার ড্রাফটেই ছিলো না কাজী অনিক। তবে কারণ জানানো না হলেও জানা গেছে ডোপ টেস্টে ফেঁসে গেছেন তিনি।

এবারের জাতীয় লীগ থেকেই দেখা যাচ্ছেনা তরুণ এই সম্ভাবনাময় পেসারকে৷ জানা গেছে গত মৌসুমেই ডোপ টেস্ট পজিটিভ প্রমাণিত হওয়ায় খেলেননি তিনি।

বিসিবি থেকে খোলসা করে কিছু জানানো না হলেও ড্রাফটে না থাকা নিয়ে বিসিবি জানিয়েছিলেন টেকনিক্যাল সমস্যার কারণে নেই অনিক। তার পরিবর্তে অন্তর্ভুক্ত হয় সালাহউদ্দীন শাকিলের নাম।

তবে সূত্রের খবর অনুযায়ী, ডোপ কেলেঙ্কারিতেই ফেঁসে গেছেন এই তরুণ। খুব শীঘ্রই শাস্তির আদেশ আসতে পারে বলেও জানা গেছে।

গত মৌসুমটি দুর্দান্ত কেটেছে অনিকের। বিপিএল এর অভিষেকেই ৩.২ ওভার বল করে ৪ উইকেট নিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন এই তরুণ।

এছাড়াও তিনি বয়স ভিত্তিক দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »