মোহাম্মদ সোহেল »
বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের অন্যতম আসর ডিভিশন প্রিমিয়ার লীগ (ডিপিএল) কে সামনে রেখে শুরু হয়েছে ক্রিকেটারদের দলবদলের পালা। আসরের ৮ টি দল গতকাল ৩রা মার্চ( মঙ্গলবার) বিসিবি ভবনের সিসিডিএম অফিসে বসেছিল ক্রিকেটারদের আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন সারতে। জাতীয় দলের খেলা থাকায় এবং নিজেদের পছন্দের দলে খেলায় সুযোগ থাকায় আগেভাগে নিজেদের পছন্দের দলে নাম লিখিয়ে রেখেছল ক্রিকেটাররা। তবে ৩ দিন ব্যাপী আনুষ্ঠানিক দলবদলের ১ম দিনে ৮ টি দলে ৫৪ জন ক্রিকেটার নিজেদের পছন্দের দলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
সাকিব আল হাসানের নেতৃত্বে ক্রিকেটাররা নিজেদের অধিকার আদায়ের যে আন্দোলন করেছিলেন এরই ফল হিসেবে প্লেয়াররা নিজেদের পছন্দের দলে খেলার সুযোগ পাচ্ছে যা তাদের খেলায় স্বাচ্ছন্দ্যবোধ দান করবে।নিজেদের পছন্দের দলে নাম লিখাতে পেরে খুব খুশি দেশের ক্রিকেটাররা।
প্লেয়ারদের জন্য আরো একটি সুসংবাদ হল এবারের আসরে কোন বিদেশি ক্রিকেটার থাকছে যা দেশের ক্রিকেটারদের প্রতিভা উন্মেষের বড় সুযোগ। দেশি ক্রিকেটাররা মাঠে খেলার সুযোগ পাবে বেশি বেশি।
এবারের আসর শুরু হচ্ছে চলতি মাসের ১৫ তারিখ।
বিসিবি ভবনের সিসিডিএম অফিসে আনুষ্ঠানিক দলবদলের শুরু হয় আবহানী লিমিটেড ক্লাবের দলবদলের রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে। ১ম দিন দিন শেষ হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবে তাসকিন আহমেদ ও আব্দুর রাজ্জাকের রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে। তবে ওল্ড ডিওএইচএস দলে মাত্র একজন ক্রিকেটারের রেজিস্ট্রেশন হয়েছে। আর তিনি হলেন রাকিবুল হাসান
চলুন দেখে নেই কেমন হল দলগুলো —
আবাহনী লিমিটেড: মেহেদি হাসান রানা, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, শহিদুল ইসলাম, তানজিব সাকিব এবং রাকিবুল ইসলাম রাজা।
মোহামেডান স্পোর্টিং ক্লাব: শুভাগত হোম চৌধুরী, তাসকিন আহমেদ, আসিফ হোসেন মিতুল, শাকিল হোসেন, মোহাম্মদ মাহমুদুল হাসান, শামসুর রহমান শুভ,আব্দুর রাজ্জাক রাজ, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি এবং আবু জায়েদ চৌধুরী রাহি।
প্রাইম ব্যাংক: রনি তালুকদার, নাজমুল ইসলাম অপু, রকিবুল হাসান, অমিত মজুমদার, শরিফুল ইসলাম, দেলোয়ার হোসেন, কাজি কামরুল ইসলাম, আরাফাত সানি মৃধা এবং আলী মোহাম্মদ ওয়ালিদ
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: শামিম হোসেন পাটুয়ারি, রায়হান উদ্দিন, জয়রাজ শেখ ইমন, মোহাম্মদ শরিফউল্লাহ এবং মোহাম্মদ শরিফুল ইসলাম।
পারটেক্স স্পোর্টিং ক্লাব লিমিটেড: তাসামুল হক, শরিফুল হায়াত হৃদয়, আব্বাস মুসা আলভি, জনি তালুকদার, মোহাম্মদ রনি হোসেন, মোদাদ্দেক ইফতেখার রাহি, হাসানুজ্জাম, নাজমুল মিলন, শাহাবাজ চয়ন, শফিউল ইসলাম, মহিউদ্দিন বেলাল এবং রাজিবুল ইসলাম।
খেলাঘর সমাজ কল্যাণ: জহুরুল ইসলাম অমি, ইমতিয়াজ হোসেন চৌধুরী, সৈয়দ, খালেদ আহমেদ, মোহাম্মদ নুর আলম সাদ্দাম, টিপু সুলতান, রনি চৌধুরী এবং সালমান হোসেন ইমন।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: সৈকত আলী, আব্দুল হালিম এবং সোহরাওয়ার্দী শুভ, মোহাম্মদ আশরাফুল
ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব: রাকিবুল হাসান।