নিজস্ব প্রতিদেক »
অন্যান্য দেশের মত করোনাভাইরাস বাংলাদেশেও ছড়িয়ে পড়ছে খুব দ্রুত। করোনা ভাইরাস মোকাবেলায় এর আগে নিজের বেতনের ৫০% অনুদান দিয়েছিলেন মুশফিকুর রহিম। এবার নিলামে তুলবেন তার ব্যাট।
মুশফিকের ব্যাট নিলামে তোলার ব্যাপারটি নিশ্চিত করেছেন তার ম্যানেজার। বাংলাদেশে সাধারণত নিলামের কোনো মাধ্যম নেই তাই এটি এখনো আলোচনা পর্যায়ে আছে।
২০১৩ সালে শ্রীলঙ্কার গলে বাংলাদেশের হয়ে টেষ্টে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তুলবেন মুশফিক। ওই ইনিংসে মুশফিক ২০০ রানেই আউট হোন। মুশফিক তার বেতনের ৫০% ছাড়াও তার নিজ জেলা বগুড়ায় স্বাস্থ্যকর্মীদের জন্য ২০০ পিপিই, ২০০ মাস্ক ও ২০০ হ্যান্ডগ্লাবস দিয়েছিলেন।
এর আগে ইংল্যান্ডের জশ বাটলার, পাকিস্তানের সারফারাজ আহমেদ তাদের জার্সি আর ব্যাট নিলামে তোলেন করোনার জন্য। উল্লেখ্য, বাংলাদেশে এখন ২ হাজার মানুষের উপর করোনা ভাইরাসে আক্রান্ত আর মারা গেছেন ৮৪ জন।
নিউজক্রিকেট/আরআর/এসএমএস