টেস্ট স্কোয়াড থেকে ছিটকে গেলেন জার্ভিস

সাজিদা জেসমিন »

দু’সপ্তাহের আগে শ্রীলঙ্কার বিপক্ষে হারারেতে প্রথম টেস্টে জিম্বাবুয়ে পেসার কাইলি জার্ভিস পিঠে ইনজুরিতে পড়ার কারণে দ্বিতীয় টেস্টে অংশগ্রহণ করতে পারেন নি। এবং বাংলাদেশের সাথে আসন্ন টেস্ট স্কোয়াড থেকেও তাকে বাদ দেওয়া হয়েছে।

একটি এমআরআই টেস্টে তার পিঠে সমস্যা ধরা পড়ে। এবং অবস্থা পর্যবেক্ষণের জন্য আগামি ৬ সপ্তাহের মধ্যে আরো কয়েকটি টেস্ট করা হবে। আশা করা যাচ্ছে যে সামনে এপ্রিল মাসে, আয়ারল্যান্ড সফরে তিনি ট্রেনিংয়ে যোগ দিবেন৷

এ-ই স্টাইক বোলারের অনুপস্থিতি খুব দৃঢ়ভাবে অনুভূত হবে, ২০১৮ সালের নভেম্বরে বাংলাদেশ সফরের প্রথম টেস্টের পারফরম্যান্স বিবেচনা করলে। জার্ভিস সেই টেস্টে ১৫.৫০ এভারেজে ১টি ৫উইকেটের কৌটা পূরণসহ ১০ উইকেট নিয়েছিলেন।

একমাত্র টেস্ট টি ২২শে ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে। এবং ঐ সিরিজে ৩টি ওয়ানডে এবং ২টি টি-২০ ম্যাচ রয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »