https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
পাকিস্তানের অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজ অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে। সংক্ষিপ্ত ফরম্যাটে মনোযোগ বাড়াতেই এমনটা করেছেন তিনি।
পাকিস্তান দলের অন্যতম নির্ভরযোগ্য পেস বোলার ওয়াহাব রিয়াজ। দীর্ঘদিন ধরেই জাতীয় দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন বাঁহাতি এই পেসার। তবে সম্প্রতি তিনি জানিয়েছেন লঙ্গার ভার্সনের ক্রিকেট থেকে বিরতি চান। পাকিস্তানের প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটের আসর কায়েদ-ই-আজম ট্রফি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ওয়াহাব।
তিনি বলেন, ‘গেল বছরে লাল বলের ক্রিকেটে আমার পারফরম্যান্স বিবেচনা করে ও সীমিত ওভারের ক্রিকেটের কথা মাথায় রেখে আমি নিজের নাম সরিয়ে নিয়েছি। এই সময়টাতে আমি ৫০ ওভার ও টি-২০ ক্রিকেটের দিকেই মনোযোগ দিতে চাই।’
নিজের ফিটনেস ঠিক রেখেই এগিয়ে যেতে চান এমনটাই জানিয়েছেন এই পেসার। ‘লঙ্গার ভার্সনের ক্রিকেটের জন্য আমি আমার ফিটনেস নিয়ে কাজ করছি। একটি পরাজয়ে আমার মনে হয়েছে শুধু ফিরে আসলেই চলবে না, লাল বলের ক্রিকেটে পারফর্মও করতে হবে। নিজেকে সেভাবেই প্রতুত করছি আমি।’