টেস্ট এলেই নির্ঘুম রাত কাটান স্মিথ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টেস্ট ক্রিকেটের নাম্বার ওয়ান ব্যাটসম্যান খ্যাত স্টিভেন স্মিথ। টেস্ট এলেই চলে আসে দুর্চিন্তা। টেস্ট চলাকালে ক্রিকেটকে শাসন করার চিন্তায় নির্ঘুম রাত কাটান টেস্টে ক্রিকেটের এই সম্রাট।

নিষেধাজ্ঞা থেকে ফিরে নিজের প্রথম ইনিংসেই জাত চিনিয়েছেন। যদিও ম্যাচের দ্বিতীয় ইনিংসে নিজেকে মেলে ধরতে পারেনি।

নিষেধাজ্ঞা থেকে ফেরার পর দ্বিতীয়, তৃতীয় ইনিংসেও প্রথম ইনিংসের চেয়ে গড় কম। প্রথম ইনিংসে স্মিথের গড় যেখানে ৯৩.৬৪, পরের তিন ইনিংসে তা যথাক্রমে ৬৩.৬৭, ৫১.৬৮ ও ৩০.৬৮।

ক্রিকেটের এই সম্রাট যখন ইনিংসের পর ইনিংস রানের চাকা অবনতির দিকে অগ্রসর হয়, তখন তার নির্ঘুম রাত যাপন করাটা অস্বাভাবিক নয়। অ্যাশেজে ঘুমের জন্য স্মিথের সংগ্রাম কারো অজানা ছিল না। এবারো তাই ঘটছে। অস্ট্রেলীয় অধিনায়ক টিম পেইন জানিয়েছেন স্মিথের এই ঘুম-সংগ্রামের কথা।

পেইন বলেন, ‘স্মিথ এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড ও বাইরের কয়েকজন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করছে। তার ক্ষেত্রে এমনটাই হয়।’

যদিও স্মিথের ঘুমের সমস্যা সমাধান করা সহজ হবে না মনে করেন পেইন। স্মিথ তোষক প্রস্তুতকারী কোম্পানির অগ্রদূত হওয়ায় পরও ঘুমের সমস্যা ভুগেন তিনি। এই নিয়ে রসিকতা করলেন পেইন।

এই প্রসঙ্গে রসিকতা করে তিনি বলেন, ‘বিছানার গদির বিজ্ঞাপনের জন্য ঘুমের সমস্যা ভালো ব্যাপার নয়!’

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »